কেমন জুতো?

Hits: 11
একবার দীনবন্ধু মিত্র কোনও এক জায়গা থেকে ফেরার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য সেখান থেকে এক জোড়া বিখ্যাত চামড়ার জুতো নিয়ে আসেন।
সেই জুতোর প্যাকেট এবং তার সঙ্গে একটা চিঠি দিয়ে চাকরের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে পাঠিয়ে দিলেন।
সেই চিঠিতে লেখা ছিল শুধু দুটো শব্দ ‘কেমন জুতো ?’ আর কিছু নয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জুতো আর চিঠিটা পেলেন।
তিনি একটু হেসে একটা চিঠি দীনবন্ধু মিত্রের চাকরের মাধ্যমে পাঠিয়ে দিলেন।
সেই চিঠিতে জুতো সম্পর্কে লেখা ছিল –
‘ঠিক তোমার মুখের মতো’
Valo hoeche…