খারাপ মন

চলার পথে মনকে
দিও না বাদ,
সকল কাজে
হবে বরবাদ।
ভেবো না সব
রাখবো দখলে -
পদে পদে ছোট
করবে সকলে।
হিংসায় ভর না
তোমার মন -
বারন করেন
সকল গুণী জন।
রাগের বশে তুমি
হও না পাষণ্ড,
মাথায় নেবে আসবে
তখন ঈশ্বরের দন্ড।।
Writer: Kaberi Ghosh
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1