ঘুড়ি

Views: 23
ঘুড়ি হল নামটি তোমার
আকাশে তুমি ওড়ো,
মহাকাশে উড়লে আবার
তাকাও না একবারও….!!
কখনও ওড়ো শরৎকালে
কখনও বা শীতকালে,
তবে ওড়া তোমার বন্ধ হয়
বৃষ্টি, ঝড় আর জলে….!
দুই কাঠিতে তৈরি তুমি
সঙ্গে আছে লেজ,
পেটকাটি – চাঁদিয়াল কত যে আছে
নেই কোনো তার শেষ….!
হাওয়ার টানে তুমি ওড়ো
হাওয়া দিলে তাই মজা ,
হাওয়া আবার জোরে দিলে
তুমি গাছে ঢুকে যাও সোজা…!!
সুতো আছে ,তোমায় চালায়
আর সঙ্গে আছে লাঠাই,
সুতোর টানে লড়াই করো
আর ,জয়ীরা হয় রাজামশাই…!!
হাওয়ার টানে উড়ছো যখন
ঘুরে বেড়াও এদিক-ওদিক বা সোজা,
কাটা খেলে তোমায় তখন
লুটতে হবে, এটাই নাকি মজা…..!!
তাইতো তুমি আকাশের পরী
সঙ্গে আছে আবেগ ভুরি ভুরি,
সংক্রান্তিতে আমাদের মনে আনো সুড়সুড়ি
তুমিই হলে আমাদের প্রিয় ঘুড়ি….!!
Writer: Surajit Mukherjee
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
খুব ভালো..
খুব ভালো লাগলো
very nice.
Khub Valo..👍
Darun..🤗
খুব ভালো লাগলো
Darun