নববর্ষ

Hits: 5
চৈত্র দিনের তপ্ত বাতাস
গায় যে করুন সুরে,
পুরাতনে দাও গো বিদায় -
যাও গো চলে দূরে।
এসো হে নূতন
এসো নববধূর সাজে,
নববর্ষের পুন্য বাসরে
পেতেছি আসন হৃদয় মাঝে।
অভিনব রূপে সাজাই তোমায় -
মোরাও সে সাজি তাই,
নবীন প্রভাতে নবীন আলোকে
নূতন সুরে নূতন গান যে গাই।
মোদের জীবনে তুমি যে প্রভাত
আলোক ঝর্ণা ধারা,
তোমা বিনা মোদের জীবন
অন্ধকারের কারা।
এখান হতে যাও পুরাতন
নূতনেরে দাও আসতে -
নূতনেরে দাও মালাগাঁথি
নূতনেরে দাও ভালোবাসতে।।
khub valo laglo….