বয়স মাত্র ষাট
Views: 22
আমার বয়স মাত্র ষাট
সবাই কে করি কুপোকাৎ।
শুনি ঠিক বলি উল্টো
তাই শুনে সবাই তঠস্থ।
বেরুই একা, ফিরি সবার সাথ
আমার এখন, বয়স মাত্র ষাট।
Butterscotch কিনতে গিয়ে
বলি Scotch Brite,
খেতে শুতে বলতে চলতে
আমি একেবারেই Fit।
কিন্তু বলতে, বলি যে But।
আমার এখন, বয়স মাত্র ষাট।
সভাপতি হয়ে বলি
হলাম তিরুপতি,
মুখ ঝামটে গিন্নি বলে
হয়েছে ভিমরতি।
চক্ষু তোমার কপালে উঠবে
দেখলে আমার ফাট
আমার এখন, বয়স মাত্র ষাট।
AMLOKIND ওষুধ কিনতে
বলি Aquaguard
আমায় কেউ ভুল বুঝো না
করো আশীর্বাদ
আমার এখন, বয়স মাত্র ষাট।
Writer: Kaberi Ghosh
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Kobita ti khub sundar