ভালোবাসা
Views: 46
হঠ্যাৎ করেই যদি ভালোবেসে ফেলি তোমায়
জানি সেই প্রেমের বরণডালা তুমি ছুড়ে ফেলে দেবে
তোমার মলিন দুই চোখে আধুনিকতার যে মানে
তা হয়তো আমার মধ্যে নেই
পুরণো কিছু রং চটা জামা আর এলোমেলো চুল
আমার করার কি বা আছে
ভালোবাসতে আজ ভালোবাসার মাত্রা নিমিত্ত হলেও যে চলে
সেই জটিল তত্ব আমার মাথায় ঢোকেনা
আমি বুঝি ভালোবাসা যা গোলাপের লালে ফোঁটে
হৃদয়ে জাগে
আমার ভালোবাসা মানে কবিতার প্রতি লাইনে বদলে যাওয়া ছন্দের উচ্ছ্বাস নয়।
আমার কাছে ভালোবাসা মানে জীবনের একমাত্র উপন্যাস
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1