সরাসরি বলবো
Views: 25
সরাসরি বলবো:
কাকেই বলি মাগো
কে দেবে এ কাজে হস্ত
কৈলাশে ভাই
নেট পরিষেবা বিপর্যস্ত।
সর্বদাই লাইন জ্যাম –
লাইন পেতে বাপরে বাপ,
তোমার চ্যালা চামুন্ডাদের
বলেও হয়নি কিছু লাভ।
সরাসরি বলতে চাই মাগো –
তোমায় লাইনে পাওয়া যায় নি।
অসুর গুলোকে মারলে তুমি
তারা আজও, মারা যায়নি।
পাড়ায় পাড়ায় ঘুরছে তারা
উৎপাতে মানুষের যায় জান,
এতকাল মরার মতন হয়ে
পড়ে থেকে করেছে, মরার ভান।
তোমার কাছে হেরেও তবু
অসুরদের হয়নি তো শিক্ষা,
দেব-দেবীরা ক্ষমতায় আসায়
ভালো ভাবে করেনি তো পরীক্ষা।
ভেবে দেখো তোমার ত্রিশুলের
আধইঞ্চি মতো ক্ষতে,
মরে নি অসুর দল
ফিরে এসেছে এই মর্ত্যে।
আমাদের মর্ত্যে আধুনিক
টেকনোলজির দয়ায়,
যে কোনো চিকিৎসা
কোনো ব্যাপারই নয়।
এদিকে মন্দা বাজার আর বেকারি
চারিদিকে অনাচার আর অতিবৃষ্টি,
ডেঙ্গু আর ম্যালেরিয়ায়
মরছে মানুষ হচ্ছে অনাসৃষ্টি।
সারা বছরের অভাব অভিযোগ
চাই বলতে সবারটা,
যাবার আগে যেও দিয়ে
তোমার হোয়াটস্যাপের নাম্বারটা।
<
This poem is very Elegant.
Notunotto besh onnorokom..
asadharon poem
অসাধারণ
খুব ভালো… অসাধারণ কবিতা
Asadharan
Very nice…
Kub sundor
Kub valo…