৭টি রোগের লক্ষন
Views: 8
জানো কি তুমি বাচ্চাদের-
লক্ষন সাতটির রোগেতে,
জানা যদি থাকে তোমার
হবে না কভু ভুগতে।
বি.সি.জি. অর্থাৎ যক্ষা হল
ওজন কমে যাওয়া,
ডিপথেরিয়াতে লক্ষ্য করো
গলায় ব্যাথা হওয়া,
হুপিং কাশি হলে পরে
কাশতে কাশতে বমি,
পোলিও হলে পা শুকিয়ে
পঙ্গুত্বের ছবি,
ধনুস্টংকারে ঘাড় যে আগে
শক্ত হবে ত্বরা,
হামে ব়্যাশ বেরুবে
গায়ের মাঝে সারা,
হেপাটাইটিস মানে জন্ডিস
বোঝো কিছুর তা -
জে.ই.তে জ্বর খিঁচুনি
আর আচ্ছন্নতা।
বাচ্চাদের রোগের লক্ষণ
জেনে রাখা দরকার,
তাহলেই পারবে তুমি
ডাকতে ত্বরা ডাক্তার।।
Writer: Kaberi Ghosh
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Apurbo Kobita..
Osadharon. Really osadharon
Onek ta janar bisoy….