তারার স্বপ্ন

1

Visits: 94

তারার স্বপ্ন:

রাতের আকাশে মিটিমিটি তারারা ঝলমল করে চমকায়,

দেখে মনে হয় দু-হাত বাড়িয়ে শুধুই ডাকছে আমায়।।

রোজই বলি পরে যাবো তবু তারা মানে না,

যখন সময় হবে তখন যাবো ঠিকই, মানবো না কোনো মানা।

তবু তারা শোনে না কথা,

বোঝে না আমার ব্যথা।।

শুধু ডাকে “আয় তাড়াতাড়ি আয়”

বুঝি না কেন যে আমাকে ডেকে বেড়ায়

রোজই ভাবি আজ যাবো, কাল যাবো, যাওয়া আর হয় না

যারা চলে যায় তারাদের কাছে, তাদের স্মৃতি কি রয় না?

যারা যায় তারা নিয়ে যায় হয়তো কিছু ব্যথা বয়ে

তারা কি কখনো ফেরেনা কিছু সুখ নিয়ে

ভাবি তাই আজই যায় তারাদের শহরে

কিন্তু যে ফিরতে হবে আমায় ফিরবো কি করে?

কিছু আশা ছিল মনে পূরণ তো হয়নি

চেয়েছি তো অনেক কিছু হাতে তা আসেনি

এই আশাটাও পূরণ নাইবা হলো, পেলাম না আর কিছু।

কিছু না হলেও পাবো শুধু তারার ভালোবাসা টুকু।।

যাচ্ছি তাই এখনই আমি ঐ তারাদের বাড়ি,

অসময়েই দিলাম আমি তারার দেশে পাড়ি।

রাত যখন ঘন কালো তখন ভাঙবে আমার ঘুম;

দেখবো তখন সারা শহর হয়ে থাকবে নিঝুম।

চোখের দিকে চমক দিলেও তারা অন্তর্যামী।।

নাহলে কিভাবে বোঝে তারা আমার অন্তরের কথা?

পরে শুনি আমার মতো তাদেরও রয়েছে ব্যথা।

তারা ভাবে, এ জীবন হয়তো সুখের নয়,

সূর্য উঠলেই ভোর না দেখে লুকিয়ে যেতে হয়।।

আমি বলি শোনো, “তারা এতো আনন্দের

ভাস্কর ডুব দিলেই, মেলা বসে তোমাদের”।

আঁধার রাতে সেই সময়ে জাগব একা আমি;

সব ভেবে দেখি আমি, যাবই তারার কাছে;

কিছু পাওয়ার থাকে, থাকবে যা না পাওয়ার আছে।

হয়তো অনেক কিছু দেখনি বা দেখার চেষ্টাও করিনি,

ভোর হয়েছে তাও আমি তারার স্বপ্ন ভুলিনি।।

-সুজাতা বেরা

https://www.facebook.com/srijoni

আরো পড়ুন

What’s your Reaction?
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

1 thought on “তারার স্বপ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *