Visits: 46

আকাশ শানি – খবর 

         এখুনি – এখুনি খবর বলছি আমি 

প্রধান প্রধান খবর হল 

১) তেঁতুলের আচার খেয়ে প্রেগনেন্ট মেয়েদের ম্যালেরিয়া। 

২) কোল্ডড্রিংস ভেবে লাল জল খেয়ে ৪ নাবালককে হাসপাতালে ভর্তি করা হল। 

৩) পুকুর চুরি করে পালতে গিয়ে এক চোর পুলিশের হাতে ধরা পড়ে গেল। 

৪) বাজির দোকানের মালিককে অভাবনীয় পুরস্কার। 

৫) বাজার থেকে বিড়ি মাঠে। 

               এবার বিস্তারিত খবরে আসছি।  

তেঁতুলতলা বাজারে ৪ বাড়ির ৪ প্রেগনেন্ট মাদার দুপুর বেলায় ছাদে বসে তেঁতুলের আচার খাচ্ছিলেন। হটাৎ টকাস করে আওয়াজ করে এক মহিলার কাঁপুনী দেখা দেয়। তারপর আবার পর পর ৩ মহিলার একই রকম অবস্থা হয়। যখন তেঁতুলের আচার মুখের থেকে শেষ হয়ে যাচ্ছে কাঁপুনী থেমে যাচ্ছে। ডাক্তারদের মতে এ এক ধরনের তেঁতুলে ম্যালেরিয়া। 

৪ কিশোর দশমীর দিন মদের দোকানে গিয়ে কোল্ডড্রিংস চায় তখন তাদের লাল পানীয় দিয়ে বলা হয় এই কোল্ডড্রিংস। তাই খেয়ে তাদের খুব ভাল লাগে এবং বেশী করে খায়। পরে তাদের হাসপাতালে দিতে হয়। 

গতকাল সন্ধ্যায় মানকুণ্ডুর মানসিক হাসপাতালের পিছনে এক চোরকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসা করে এই কি চুরি করছিস।চোর বলে সে এই পুকুরটা চুরি করেছে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় চালান করে। 

ভেজাল বাজির জন্য সরকার এক বাজির দোকানের মালিককে পুরস্কৃত করবেন। খবরে প্রকাশ গতকাল একব্যক্তি এক বাজির দোকান থেকে বাজি কিনে সারা গায়ে বেঁধে আগুন জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করে আত্মহত্যা করার জন্য। কিন্তু হয় একটা বাজিও ধরে না বা জ্বলে না। ফলে ব্যাক্তিটি আত্মহত্যা করা আর হয় না। এই শুনে সরকার দোকানের মালিককে পুরস্কার দেবেন ঘোষণা করেছেন। কিন্তু যে ব্যাক্তি আত্মহত্যা করতে চেয়েছিল তিনি ক্যাঁথ ক্যাঁথ করে গুনে গুনে ৪টে লাথি দোকানদারকে মেরে বাড়ি গেছেন। 

বিড়ি রসিকরা ভাববেন না যে বিড়ি মাঠে মারা গেল। তা নয় সরকার  পান বিড়ির দোকান থেকে বিড়ি তুলে নিয়ে গড়ের মাঠে বিড়ির মেলা বসিয়েছেন। এই মেলায় হরেক রকম বিড়ি আছে। আপনারা সবাই গিয়ে দেখে আনতে পারেন। সবাই আনন্দ পাবেন। যারা খান না তারাও খেয়ে দেখতে পারেন তৃপ্তি পাবেন। 

এবার আসছি টুকরো খবরে – 

মাননীয় পকেট মার মন্ত্রী বলেছেন – কোথাও অবরোধ হলে পাঁচ টাকাও পকেট মারা যেতে পারে। 

সুন্দরবন মন্ত্রী বলেছেন – সুন্দরবনে বেড়াতে এলে বাঘের পিঠে বসিয়ে সুন্দরবন ঘোরানো হবে। 

বাজি মন্ত্রী বলেছেন – বাজি পোড়ানোর আগে সবাইকে চান করতে হবে। 

Writer: Kaberi Ghosh

নিউজ, news, News, khobor,jokes, হাস্যকৌতুক, choto golpo, kaberi, kaberi ghosh,

আরো পড়ুন

https://www.facebook.com/srijoni

নিউজ
What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

1 thought on “নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *