bulbul ke bojha

Visits: 31

স্বামী – ও গিন্নি জানালায় এসো, দেখো ‘বুলবুল’ আসছে।
গিন্নি – ওমা, আমার বোন আসছে। দেখি দরজা খুলে।
স্বামী – আরে তোমার বোন বুলবুলি নয়। এ ঝড় বুলবুল।
গিন্নি – সেকি গো, নতুন পাড়ার আমাদের ঝোড়ো দা। নতুন নাম পালটেছে ? এখন বুলবুল দা বলতে হবে।
স্বামী – আরে নারে বাবা। কি জ্বালা কি বলি। আরে এই বৃষ্টির নাম বুলবুল।
গিন্নি – অ্যাঁ, তাই নাকি। আমাদের সরকার বৃষ্টির নাম রেখেছেন বুলবুল? কেন বৃষ্টি নাম তো বেশ মিষ্টি ছিল। তা আবার বুলবুল কেন ? তাহলে এবার থেকে বলবো
আয় বুলবুল ঝেঁপে
ধান দেব মেপে।
স্বামী – অসম্ভব। আরে গাঁইয়া, নিম্নচাপ হয়েছে না, তাকে বলছি বুলবুল।
গিন্নি – হিঃ হিঃ কি অসভ্য গো তুমি সত্যি কথা বলোনা। তোমার পেটে গ্যাস হয়েছে। তা না বলে নিম্নচাপ হয়েছে। তার নাম আবার বুলবুল।
স্বামী – ওঃ ভগবান, কাকে নিয়ে আমি ঘর করছি। এতো বোকা বুলবুল। কাকে বলছি সে বোঝে না।
গিন্নি – ও তাই বলো। তুমি আমায় নতুন নামে ডাকবে বুলবুল বলে।
স্বামী – কেন বোঝাতে নাচলাম।
গিন্নি – আরে তুমি নাচবে কেন ? এই তো নাচছি, পয়সা দেবে তো ?
নাচ মেরে বুলবুল
তো পয়সা মিলেগা।

Writer: Kaberi Ghosh

Photo Credit Photoskart.com

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

6 thoughts on ““বুলবুল”কে বোঝা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *