bhalo-Mon

Visits: 10

মনকে করো দড়,
হবেই তুমি বড়।
মনটারে করো নরম,
পারবে না করতে কেউ গরম।
মনে আনো বিনয়,
হবেই মনোনয়।
মন যদি হয় ঠান্ডা,
হবে দলের পান্ডা।
মন যদি থাকে ধর্মে –
উত্তীর্ন হবে সব কর্মে।
মনে যদি থাকে ভক্তি,
শরীরে পাবে শক্তি।
মনেরে দাও মান –
দেশ বিদেশে পাবে সন্মান।
মনরে অতি করবে সরল,
জয় জয়কার করবে সকল।
পরের ব্যথায় পরের –
দিকে বাড়িও দিও হাত,
ঈশ্বর তোমায় অজস্র
করবেন আশীর্বাদ।

Writer: Kaberi Ghosh

bhalo mon, valo mon, bhalo moon, valo moon,kaberi, kaberi ghosh, choto kobita, kobita, mon k koro dhiro, mon k koro dirho hobei tumi boro

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

1 thought on “ভালো মন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *