swarasatir vabna

Visits: 21

মাঘ মাসের শুভ ক্ষণে মা সরস্বতী পূজিত হন।  দেবী সরস্বতী আসেন মাত্ৰ একদিনের জন্য কিন্তু স্মৃতি রয়ে যায় অনেক।  পৃথিবীতে আসা, পূজিত হওয়া ও বিদায় নেওয়ার সময় মা সরস্বতীর মনে আমাদের নিয়ে যে ভাবনা হতে পারে তা আমি আমার লেখায় তুলে ধরার চেষ্টা করলাম। 

————————————————–

পৌষ মাসের সংক্রন্তির পর
ভাবনা আসে ভাই,
কখন যে আসবে শ্রীপঞ্চমী
তোদের কাছে যাই।


আগের দিন আমায় মণ্ডপে আনিস
ঠিক আছে, করিস তা বেশ,
আমি এলেই দু এক দিনের জন্য;
থাকে না তোদের আর পড়াশোনার রেশ।


জোড়া কূলে আমায় সাজাস
আর সঙ্গে থাকে মটরশুটি ;
কাঠামো আছে অনেক খানি
তাই আর ব্যথা হয় না আমার পা দুটি ….!!


ভোর থেকেই করিস পুজো
বাঁধিস আমায় তীর কাঠি তে ,
অঞ্জলি টা ঠিক দেবার পরেই
ভুলিস না যেন আমার প্রসাদ খেতে….!!


পুজো আমার শুরু করিস
ঘন্টা বাজাস ঢং ঢং ঢং ,
আমার পুজো এলেই আবার
অনেকের নাকি মনে লাগে রঙ….!!


বীণা আমার সাথেই থাকে
সঙ্গে থাকে হাঁস,
নিচ্ছি পুজো, দে কথা তোরা
রাখবি আমায় মনে পুরো বারো মাস….!!


দধিকর্মা দিয়ে আমায়
দিবি যে বিদায়,
পড়াশোনা সারাবছর করলেই তবে
আমি থাকবো তোদের সহায়….!!


বিদায় বেলায় বরণ করে
দর্পণে দেখবি আমার মুখ,
দূর্গাপুজোয় আসবো আবার
ততদিনে তোদের জীবনে আসুক
অনেক অনেক সুখ….!!

Photo Credit: Photoskart.com

সরস্বতীর ভাবনা, saraswati vabna, saraswati puja, puja, bengali puja, surajit, surajit mukherjee, kobita, choto kobita

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

4 thoughts on “সরস্বতীর ভাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *