সুস্থ্য সন্তান

3
Sustho Sontan

Visits: 11

গর্ভবতী মায়েদের প্রথম হল শিক্ষা –
দুই মাসেতে ‘ইউরিন’ করবে অবশ্যই পরীক্ষা।
৩ মাসেতে প্রথম টিকা নেবে হেসে হেসে,
২য় টিকা নেবে তুমি ৪ মাসেতে এসে ।
আয়রন বড়ি একটি করে খাবে খাওয়ার পরে –
পুষ্টিকর খাদ্য খাবে যতটা পেটে ধরে।
বমি আর অনিচ্ছাকে করো না তুমি ভয়,
সুস্থ্য সন্তান পেতে গেলে করবে এদের জয়।
লাবণ্যবতী হবে তুমি জল যদি খাও বেশী –
তোমার সন্তানের গায়ে হবে না মাসিপিসি।
মাসে মাসে করবে ‘চেকআপ’ ৩ থেকে ৭ মাসে –
১৫ দিন অন্তর ‘চেকআপ’ করবে, পড়লে ৯ মাসে।
রেজিস্ট্রেশন কার্ড হবে, সুগার আছে কিনা –
ওজন হবে মাপা আর ব্লাডপ্রেসার জানা,
হিমোগ্লবিন কত তোমার জানবার ইচ্ছা আছে ?
যেতেই হবে হাসপাতালে ডাক্তার বাবুর কাছে।
আরামে বিশ্রামে থাকবে তুমি পেটভরে খেলে,
সংসারেতে আসবে সুখ সুস্থ্য সন্তান পেলে।।

Writer: Kaberi Ghosh

সুস্থ্য সন্তান – sustho sontan, susto santan, kaberi, kaberi ghosh,kobita, choto kobita, gorboboti mayeder protom holo sikha

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

3 thoughts on “সুস্থ্য সন্তান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *