dieases

Visits: 102

জানো কি তুমি বাচ্চাদের-
লক্ষন সাতটির রোগেতে,
জানা যদি থাকে তোমার
হবে না কভু ভুগতে।
বি.সি.জি. অর্থাৎ যক্ষা হল
ওজন কমে যাওয়া,
ডিপথেরিয়াতে লক্ষ্য করো
গলায় ব্যাথা হওয়া,
হুপিং কাশি হলে পরে
কাশতে কাশতে বমি,
পোলিও হলে পা শুকিয়ে
পঙ্গুত্বের ছবি,
ধনুস্টংকারে ঘাড় যে আগে
শক্ত হবে ত্বরা,
হামে ব়্যাশ বেরুবে
গায়ের মাঝে সারা,
হেপাটাইটিস মানে জন্ডিস
বোঝো কিছুর তা -
জে.ই.তে জ্বর খিঁচুনি
আর আচ্ছন্নতা।
বাচ্চাদের রোগের লক্ষণ
জেনে রাখা দরকার,
তাহলেই পারবে তুমি
ডাকতে ত্বরা ডাক্তার।।

Writer: Kaberi Ghosh

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

3 thoughts on “৭টি রোগের লক্ষন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *