ভুল সংকেত

Views: 0

ভুল সংকেত:

শ্রীরামপুরের কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে ‘অনন্য ক্যাফে’ নামে একটি নতুন কফি শপ খুলেছিল। মালিক অরিন্দম বাবু। চিকন চেহারা, পাতলা গোঁফ, সবসময় হাসিমুখে গ্রাহকদের স্বাগত জানান। ক্যাফেটি খুলেছে মাত্র এক মাস হলেও শ্রীরামপুর কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

একদিন বিকেলে সন্ধ্যা, তানবীর আর সূর্য – তিনজন বন্ধু মিলে ক্যাফেতে এসে বসল। আজ তাদের প্ল্যান ছিল কলেজের বার্ষিক অনুষ্ঠানের জন্য আইডিয়া নিয়ে আলোচনা করা। 

“আজকে আমি চাইছি যে আমরা একটা সিরিয়াস আলোচনা করতে বসবো,” সন্ধ্যা তার নোটবুক বের করতে করতে বলল।

“হ্যাঁ, কিন্তু অরিন্দম দা’র স্পেশাল হট চকলেট আগে অর্ডার দিয়ে দেই,” তানবীর বলল।

অরিন্দম তাদের টেবিলে এসে জিজ্ঞেস করলেন, “কি খাবে তোমরা?”

অর্ডার দেওয়ার পর সূর্য হঠাৎ বলল, “আরে, ওই যে চিন্ময় দা আসছে!” 

সবাই দেখল শ্রীরামপুরের সবচেয়ে বিখ্যাত ভুল-তথ্য-দাতা চিন্ময় বাবু ক্যাফের দিকে আসছেন। চিন্ময় বাবু সম্পর্কে সবাই জানত যে তিনি যেকোনো খবর শুনলেই তা নিজের মতো করে বাড়িয়ে-কমিয়ে সারা শ্রীরামপুরে ছড়িয়ে দেন। তাকে স্থানীয়রা বলত ‘খবরের হাওয়া’।

“শোন শোন,” চিন্ময় বাবু হাঁপাতে হাঁপাতে এসে বললেন, “আমি শুনেছি যে আজ রাতে শ্রীরামপুরে বিখ্যাত অভিনেত্রী কাজল আসছেন একটা গোপন শুটিংয়ের জন্য!”

“সত্যি?” তানবীর উত্তেজিত হয়ে উঠল।

সন্ধ্যা চোখ ঘুরিয়ে বলল, “চিন্ময় কাকু, গত মাসেও আপনি বলেছিলেন যে সলমান খান আসছে, কই, কেউ তো এলো না!”

“না না, এবার একদম সত্যি,” চিন্ময় বাবু জোর গলায় বললেন, “আমার বন্ধুর বন্ধুর চাচাতো ভাই ফিল্ম ইউনিটের লোক, সে আমাকে বলেছে।”

অরিন্দম হেসে বললেন, “আপনার জন্য একটা স্পেশাল কফি আনছি চিন্ময় দা।”

এদিকে সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করছিল। হঠাৎ সে হেসে উঠল।

“কি হলো?” সূর্য জিজ্ঞেস করল।

“আমি একটা মজার আইডিয়া পেয়েছি। চলো আমরা চিন্ময় কাকুর কথা পরীক্ষা করে দেখি,” সন্ধ্যা চুপি চুপি বলল। 

তিনজন একমত হয়ে একটা প্ল্যান করল।

“চিন্ময় কাকু,” তানবীর উত্তেজিত হয়ে বলল, “আমার এখনই একটা ফোন এলো। আমার কাজিন অমিতাভ বচ্চনের শো-এর টিকেট বুকিং করে, সে শুনেছে আজ রাতে কাজল আসলেই আসছেন!”

চিন্ময় বাবুর চোখ উজ্জ্বল হয়ে উঠলো। “আমি কি বলেছিলাম? আমার সূত্র কখনো ভুল হয় না!”

“কিন্তু তিনি নাকি এই ক্যাফেতে আসবেন চা খেতে, রাত ৯টায়!” সূর্য আরো জুড়ে দিল।

চিন্ময় বাবু এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে তার কফি খাওয়া ভুলে গেলেন। “আমি এখনই সবাইকে খবর টা দিয়ে আসি!” বলে তিনি ক্যাফে থেকে বের হয়ে গেলেন।

তিন বন্ধু হাসতে হাসতে লুটিয়ে পড়ল।

“দাঁড়াও, এখন দেখবে তামাশা,” সন্ধ্যা বলল।

ঠিক রাত ৯টায় ক্যাফের সামনে অসংখ্য লোকের ভিড়। সবাই কাজলকে দেখার জন্য উদগ্রীব। চিন্ময় বাবু সবার সামনে গর্বের সাথে দাঁড়িয়ে আছেন, “আমি বলেছিলাম না? আমার সূত্র কখনো ভুল হয় না!”

হঠাৎ একটা গাড়ি এসে থামলো। সবাই উত্তেজিত হয়ে উঠলো। গাড়ি থেকে নামলেন… সন্ধ্যার মাসি, যিনি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয় করেন। তিনি কাজলের মতো সাজগোজ করে এসেছিলেন।

চিন্ময় বাবু অবাক। ভিড় দেখে অরিন্দম বাবুও বাইরে এসেছিলেন। তিনি পুরো ব্যাপারটা বুঝে হেসে উঠলেন।

“চিন্ময় দা, আপনি তো ‘খবরের হাওয়া’, আজ ‘খবরের বাতাস’ হয়ে গেলেন!” অরিন্দম বাবু হাসতে হাসতে বললেন।

চিন্ময় বাবু নিজেও হেসে দিলেন। “ঠিক আছে, আজ তোমরা আমাকে ধরেছ। কিন্তু একদিন আমি সত্যিই কাজলকে নিয়ে আসব শ্রীরামপুরে, দেখে নিও!”
সবাই মিলে হাসাহাসি করতে লাগল। অরিন্দম বাবু সবাইকে ফ্রি কফি দিলেন এই উপলক্ষে। সেদিন থেকে ‘অনন্য ক্যাফে’ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠল এবং ‘চিন্ময় স্পেশাল কফি’ মেনুতে স্থায়ী জায়গা পেয়ে গেল।

Audio Story Starts From Here:

Story InfoName
WriterOlivia Das
Intro & EndingDebanshu Ghosh
KathokDebanshu Ghosh
CharactersName
Chinmoy Babu Surajit Mukherjee
Arindam BabuDebanshu Ghosh
SandhaSuropama Das
TanveerJoydeep Lahiri
Others CharactersDebanshu Ghosh, Joydeep Lahiri, Olivia Das, Surojit Das

Find us on Facebook – click here

আরো পড়ুন

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *