বোকা

Views: 27
বোকা:
বর্ধমানের অন্তর্গত দেবীপুর গ্রাম। পার্বতী দেবী ওই গ্রামেরই বাসিন্দা। এক ছেলে এক মেয়ে নিয়ে তাঁর সংসার। সম্প্রতি মেয়ের বিয়ে দিয়েছেন পাশের গ্রাম-এ। জমি জায়গা বাড়ি পুকুর বাগান নিয়ে তাঁর কিছু সংগতি আছে। তাতে তাঁর আর ছেলে হারুর বেশ ভালই চলে যায়। কিন্তু দুঃখের বিষয় হারু বড্ড বোকা। আর প্রচন্ড ভুলো মন। এত ভুলে যায় যে তার উদাহরণ হয় না। তাই লেখাপড়াও হয়নি। আজ জামাইষষ্ঠী। মেয়ে জামাই আসবে। পার্বতী দেবী বড়ই ব্যস্ত। কাজের লোকজন সবাই নানা কাজে ব্যস্ত। তাই তিনি হারুকে ডেকে বলেন, – “ও হারু একটু বাজার যানা বাবা। কটা জিনিস কিনে নিয়ে আয়। আমি কাগজে লিখে দিচ্ছি। দোকানীকে দিবি, তারা বলে দেবে। আর জিনিস দেবে। আনতে পারবি তো?” হারু বলে,- “হ্যাঁ হ্যাঁ মা পারবো। তুমি কিচ্ছু ভেবো না। আমি ঠিক সব আনবো।” পার্বতী দেবী ওর হাতে ফর্দ আর ব্যাগ দেন আর বলেন,- “দোকানীকে বলবি কাল গিয়ে আমি টাকা দিয়ে আসবো।” -“আচ্ছা আর ফর্দ পড়ে শুনিয়ে দাও মা কি জিনিস আনতে দিচ্ছো। একবার শুনি,” হাসতে হাসতে বলে হারু। হাসতে হাসতে পার্বতী দেবী বলেন, “আচ্ছা বেশ
বাঁশ কাঠির চাল
মুশুরির ডাল,
সরিষার তেল
দুটি পাকা বেল,
ডিম ভরা কই
চিনিপাতা দই। “
হারু নাচতে নাচতে বেরিয়ে যায়। পথে যেতে যেতে একটা ছোট নালা পড়ে। হারু নালাটা ডিঙোতে গিয়ে দেখে নালার মধ্যে একটা ব্যাঙ আছে। ব্যাঙের ওপর দিয়ে যাবে কি করে। ব্যাঙ যদি লাফিয়ে ওর গায়ে ওঠে। তার চেয়ে ওকে সরিয়ে দিই। তাই সে এদিক ওদিকে তাকে লাঠির জন্য। দেখে একটা গাছের ডাল ভাঙা পড়ে আছে। সেটা নিতে গিয়ে ফর্দ পড়ে যায়। হারুর খেয়াল নেই। সে খুঁচিয়ে খুঁচিয়ে নালার ব্যাঙকে তাড়িয়ে বাজারের দিকে যায়। দোকানে গিয়ে দোকানীকে বলে, “দাও জিনিস দাও।” দোকানী বলে, – “মা ফর্দ দিয়েছে ? কি নিয়ে যেতে হবে ?” হারু বলে,- “হ্যাঁ দিয়েছে।” বলে খোঁজে ফর্দ কোথায় গেল। তাতো পায় না ফর্দ তো হারিয়ে গেছে। তখন হারু বলে, “ঠিক আছে আমি বলছি তুমি দাও। আমার মনে আছে। “
দোকানী বলে, “তোমার মনে আছে, বেশ বলো।”
হারু বলে, – “মুশুরীর চাল
বাঁশকাঠির ডাল
সরিষার বেল
দুটি পাকা তেল
ডিম ভরা দই
চিনিপাতা কই।”
শুনে দোকানী বলে, -” ও মা ওসব জিনিস আমার দোকানে নেই। তুমি বাড়ি যাও।” নাচতে নাচতে হারু বাড়ি এসে মাকে বলে, – “মা দোকানীর কাছে ওসব জিনিস নেই বলল, ব্যাঙ তো ফর্দ খেয়ে ফেলেছে তাই দোকানীকে বললাম তুমি যা যা বলেছো। শুনে দোকানী বলল নেই তুমি বাড়ি যাও।”
পার্বতী দেবী জিজ্ঞাসা করলেন – “তুই কি বলেছিস বল।”
হারু বলে, – “কেন
সরিষার চাল
দুটি পাকা ডাল
মুশুরীর তেল
বাঁশকাঠির বেল…….”
তার কথা শেষ হবার আগেই পার্বতী দেবী “হারামজাদা” বলেই একটা লাঠি নিয়ে হারুকে এই মারেন তো সেই মারেন। দেখেই তো হারু দে ছুট, দে ছুট।
https://www.facebook.com/srijoni
Khub hassokor😆
khub sundor
bapok hoya6a vai
khub valo hoya6a
Khub bhalo ar hassokor 👌👌