ভালো মন
মনকে করো দড়,
হবেই তুমি বড়।
মনটারে করো নরম,
পারবে না করতে কেউ গরম।
মনে আনো বিনয়,
হবেই মনোনয়।
মন যদি হয় ঠান্ডা,
হবে দলের পান্ডা।
মন যদি থাকে ধর্মে –
উত্তীর্ন হবে সব কর্মে।
মনে যদি থাকে ভক্তি,
শরীরে পাবে শক্তি।
মনেরে দাও মান –
দেশ বিদেশে পাবে সন্মান।
মনরে অতি করবে সরল,
জয় জয়কার করবে সকল।
পরের ব্যথায় পরের –
দিকে বাড়িও দিও হাত,
ঈশ্বর তোমায় অজস্র
করবেন আশীর্বাদ।
