Sun. Feb 16th, 2020

About

আমি কাবেরী ঘোষ, আমি একজন প্রাক্তন সরকারি স্বাস্থ কর্মী। আমার জীবনের অবসর সময়ে আমি কিছু কবিতা গল্প লিখতাম। এর মধ্যে দিয়ে, আমার মনের কিছু টা ভাব কাগজ বন্ধি করতাম। তারমধ্যে কিছু ভালো কিছু খারাপ। আমার কিছু কিছু লেখা বিভিন্ন বই , স্থানীয় খবরের কাগজ ইত্যাদি তে প্রকাশিত হতো। চাকরী থেকে অবসর নেওয়ার পর এই কবিতা, গল্প ইত্যাদিকে নিয়ে কি করবো, কেই বা আমার লেখা গুলি বই হিসাবে প্রকাশিত করবে। আর এই বয়সে এসে দৌড়ঝাপ করারও সামর্থ নেই যে প্রকাশকদের কাছে কাছে গিয়ে আবেদন করবো। তাই ভাবছিলাম কি করা যায়। আর ভাবতে ভাবতে আমার মনে হলো কত লোক আছে তাদেও এই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমার ও তাদের এইসব লেখা দিয়ে কি করা সম্ভব