ঐকতান | Aikatāna

Aikatana written by Sutirtha Chakraborty

গুনগুনিয়ে ভ্রমর নাচে-
নাচে প্রজাপতি,
তিরিং বিরি‍ং লাফায় ফরিং-
নাই কোনো তার ভীতি।
টিকটিকি ধায় পোকার পিছে-
লেজটি উঁচিয়ে,
কেন্নো টাকে যেই ছুঁয়েছি-
গেলো গুটিয়ে!
সন্ধ্যা বেলায় তারস্বরে,
ঝিল্লি ধরে গান-
ব‍্যঙ গুলো সব গলা মেলায়,
তোলে ঐকতান!
জোনাক যেন ক্ষনে ক্ষনে,
জ্বালায় নেভায় বাতি-
ভালোই লাগে দেখতে আমার,
ওদের রিতিনীতি।।

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.