খুশির সন্ধানে
Views: 36
খুশির সন্ধানে:
জেট গতিতে ছুটতে গিয়ে
হুমড়ি খেয়ে পড়ে……
উঠেই আবার দেখে মানুষ
খুশি গিয়েছে সরে।
শরীরের তেমন চর্চা নেই
নেইকো চর্চা মনের,
খাবারগুলো হয়েছে তেমনি
স্বাদেই আকর্ষণ করে প্রাণের..!!
অর্থের হেতু জীবন,
নাকি জীবনের জন্যে অর্থ??
অর্থের জন্যে ছুটতে গিয়ে,
বেমালুম ভুলে যাচ্ছে সব
ভালো থাকার শর্ত।
সুখ দিবসে সুখ কই??
অসুখের চাদর জড়িয়ে নিয়ে
ষড়রিপুকে ভুলে গিয়ে
সুখ কিনতে চাইছি অর্থ দিয়ে…!!
গাড়ি, বাড়ি, A.C কতই না বাহার
সুখে মোটেই লাগে না
এই ভোগ্যপণ্যের সমাহার।
চাণক্যের বিখ্যাত শ্লোকে,
ভোজেই মানুষ হয় খুব খুশি,
ত্যাগের সাথে থাকে যদি
প্রেম থাকে রাশি রাশি,
দুঃখ তখন হয়ে যাবে বাসি
ফিরবে আবার সেই মিষ্টতম হাসি।
https://www.facebook.com/srijoni
>>সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুবিধা এবং অসুবিধা
What’s your Reaction?
+1
6
+1
+1
+1
+1
+1
+1
Wonderful
That’s Great