তোমার খোলা হাওয়া
Views: 197
তোমার খোলা হাওয়া:
ফাঁকা রাস্তা একা সন্ধ্যে
ভালোবাসার রঙ ছড়ায়,
জমা জলে পাল তুলে
ভিজে নৌকো স্বপ্ন পায়।
নিম্নচাপের হাওয়ায় বয়ে আনা
এক অসমাপ্ত গোধূলি লগন,
যে লগন তোমার খোলা হাওয়ায়
স্পর্শ লাগানো হৃদয় জুড়ে থাকা;
একরাশ ভালোবাসার অনুভূতি
রঙিন সাগরের ঢেউয়ে ডুব দেয়।
কিছু কিছু না বলা কথা
দুটি চোখে ভেসে ওঠা নীরব বিহ্বলতা,
একই সুরের বাঁধনে বাধা পড়ল দুটি মন
এই গোধূলি বিকেল শুধু তোমার জন্যই হোক।
https://www.facebook.com/srijoni
What’s your Reaction?
+1
7
+1
+1
5
+1
9
+1
+1
+1
Khub sundor hoyeche
Khub valo hoacha