তোমার সুরের টানে আমিই শুকতারা
Views: 3
তোমার সুরের টানে আমিই শুকতারা:
নিশি বন্দনার প্রদক্ষিণ পথে
আঁখি মেলে চাওয়া শুকতারা
যখন ইঙ্গিত দে তোমার কন্ঠে
আমার হৃদয় কম্পিত
তোমার গানের সেই মুহূর্ত…….
হটাৎ ই কাল-বৈশাখীর ঝোড়ো হাওয়ায়
ভেসে এল তোমার পিয়ানোয় বাজানো
সেই মনমুগ্ধকর এক অদ্ভুত টান অনুভুতির সুর।।
সুরটি হলো……..
“এই সুরে কাছে দূরে
জলে স্থলে বাজায়…..
বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি।”
আজ আসন্ন রাজনীর প্রান্তে
যেমন করে তোমার সুরের বাঁধনে
জাগিয়ে তুলেছ আমায়
তোমার প্রেমের জোয়ারে।।
https://www.facebook.com/srijoni
What’s your Reaction?
+1
1
+1
+1
3
+1
+1
+1
+1