নামের কথা
Views: 42
নামের কথা:
সুরজ মানে সাহচর্য
নয়কো উপদেশ।
অনু মানে পাশে
থাকার নীরব নির্দেশ।
পূর্ণিমা মানে পুর্নের দ্বীপ
জ্বালাও অন্তরে।
ছোট্ট খুকু নাচ্ছে
দেখো খুশির হুল্লোরে।
অনিতা মানে আধুনিকতার
আরেক করুন দৃষ্টি।
চিত্ত মানে আমোদ প্রমোদ
সব কিছুতেই সৃষ্টি।
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
1
+1