পরিবেশের সংলাপ

0

Visits: 30

পরিবেশের সংলাপ:

মানুষ প্রথম থেকেই প্রকৃতিকে যত্ন করেছে অনেক কম, অত্যাচার করেছে বেশি ….. তাই প্রকৃতিও বিরক্ত হয়ে এখন মানুষকে বার্তা দিচ্ছে….!!

জন্ম নিলাম যখন
ছিলাম এতো গরম …..
না ছিল ঘর , না ছিল বাড়ি
উপরে শুধু মিথেন , নিচে শুধুই লাভা
হয়তো , তখন তোমাদের সাথে ছিল আড়ি…..!!
তারপর ঠান্ডা হলাম ,
হলাম তোমাদের বাঁচার মত ।
কোষ এল , প্রাণ এলো , অবশেষে এলে তোমরা
জ্বালাতে শিখলে আগুন ,
কমতে থাকল অক্সিজেন…!!
দিন গেল , মাস গেল , বছর গেল,
কেটে গেল শতাব্দী……
কাটতে থাকলে গাছ , আবার জ্বর হতে থাকল আমার
তৈরি হলো কারখানা , গাড়িও তো কম যায় না
আবার , দোসর ফ্রিজ আর এ.সি.
এত ধোঁয়া …!! বিশ্বাস করো শ্বাস নিতেও ছিল খুব কষ্ট …!!
কারখানার বর্জ্য , উচ্চস্বরে আওয়াজ
কোন কিছুই তো বাদ দাওনি ….!!
শুধুই কি থাকবে তোমরা ? আমার আমিও যে ভীষণ দামি..!!
তারপর হঠাৎ একদিন হাজির করোনা
বুঝছি , তোমাদের খুব অসুবিধা…!!
কাজ নেই , উপার্জন নেই , যেন দুশ্চিন্তার পাহাড়
কেউ আছো নিভৃতবাসে , কেউ গেছো চিরঘুমে,
আমারও কষ্ট বৈকি তোমাদের দেখে..!!
তোমরা করবে ক্রিয়া , পাবে কিন্তু প্রতিক্রিয়া
কেটো না এত গাছ , গরম করো না আমায়
নইলে আমি ভুগলে , ভুগবে কিন্তু তুমিও
একথা ভুলেও ভুলো না যেন …!!
আমায় দেখো , এখন নিচ্ছি শ্বাস প্রাণ ভরে
আকাশ এখন কত সুন্দর , কত নীলাভ…….
নদী বলছে আমায় দেখো, চিনতে পারছো ?
দেখো , মাছেদের কত আনন্দ….!!
পাখিদের মিষ্টি গান ভেসে ভেসে আসছে
গাছেদের আনন্দ আর ধরে না যেন…!!
মহাকরণের পাশে কত ঝরা পাতা
যেন নিশ্চিন্তে ছোঁয়াছুঁয়ি খেলছে..!!
হয়তো , তোমাদেরই পদধ্বনির অপেক্ষায় ।
আমি থাকলে তুমিও থাকবে
আশাকরি কথাটা মনেতে রাখবে ।
এসো পরস্পরের হাত ধরি
খেলতে দিই পাখিদের
সবাইকে বাঁচতে দিলে
তবেই পুণ্য হবে তোমাদের….!!!
বিশ্বাস করি , জিতবে তোমরা আর কষ্ট দেবে না আমায়
আর আমি , হাসবো , হাসবো, আবার হাসবো……।।

পরিবেশের সংলাপ, poribeser songlap, prokiti and poribes,poribe,nature surajit, surajit mukherjee, kobita, choto kobita

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *