ভগবানের-প্রয়াণ

9
ভগবানের-প্রয়াণ

ramkrishna-ভগবানের-প্রয়াণ

Views: 29

ভগবানের-প্রয়াণ:

  পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ

      সারা জগতের গুরু। 

শেষ জীবনের কষ্টের কথা 

     তাঁর, করছি এবার শুরু। 

এপ্রিল মাস ১৮৮৫ সাল 

      ঠাকুরের জ্বর আর গলায়,

ফুলে ওঠে গ্ল্যান্ড 

      খুব ব্যাথা হওয়ায়। 

মহা সমাপ্তির রাস্তা 

      শুরু হল যে তাঁর,

বিখ্যাত চিকিৎসক এলেন 

      ডাঃ মহেন্দ্রলাল সরকার। 

৯ই নভেম্বর ঠাকুরের গলায় 

       এল যে রক্তের ধারা,

ডাক্তার এসে জানায় 

      গলায় ক্যান্সারে ভরা। 

ডিসেম্বরে ঠাকুরের আরো 

      অবস্থা হল যে বেহাল,

দেখতে এলেন প্রবীন 

       ডাঃ ভাদুড়ী বিহারীলাল। 

তাঁর পরামর্শে মনে হল 

        যেন সবার এল হুস,

খাওয়ানের চেষ্টা হল –

         ভাতের মন্দ কচি পাঁঠার  জুস্। 

কিছুদিন পরে কাশীপুরে

        ঠাকুরকে আনলো যত ভক্ত ,-

বাংলার বিখ্যাত হোমিও 

        ডাঃ রাজেন্দ্রলাল দত্ত। 

দেখতে এলেন ঠাকুরের গলা 

            প্রসন্ন মনে দিলেন অভয় —-

তাঁর মনে হয় নাকি 

           রোগটি ক্যান্সার নয়। 

দিলেন তিনি ‘লাইকোপেডিয়াম ২০০’

            হোমিও ওষুধ প্রয়োগ করে,

ঠাকুর প্রায় দিন পনেরো 

            বেশ গেলেন ভালই সেরে। 

১লা জানুয়ারী ১৮৮৬ সাল

            তিনি ‘কল্পতরু’ হলেন —-

‘সবার চৈতন্য হোক’ বলে 

           তিনি আশীর্বাদ দিলেন। 

১৮৮৬ র অতি ভোরে 

          ১৬ই অগাস্টের দিন,

শ্রীরামকৃষ্ণের নাড়ির 

          গতি হয়ে আসে ক্ষীন। 

ক্ষীনতর হতে হতে 

          একদম নিস্পন্দ হল,

সকালে ডাক্তার এসে 

          অতি চরম সত্য বলল। 

হায়, তাঁর ভক্তের পাপের

          বোঝায় একি পরিনাম,

ধন্য ভগবান ধন্য তোমায় 

          লহ তুমি মোর অজস্ৰ প্রণাম।   

<

ভগবানের প্রয়ান, vagaban proyan, god, sree ramkrishna proyan, kaberi, kaberi ghosh, ramkrishna

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

About Post Author

9 thoughts on “ভগবানের-প্রয়াণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *