ভালোবেসেছিলাম
Views: 17
বন্ধু নয়, বন্ধু নয়, প্রিয় সখী মোর
ছিলে কত স্থান জুড়ে –
ভালোবেসেছিলাম প্রাণ ভরে
ক্ষনিকের ঘূর্ণিতে গেল উড়ে
বল কি দোষ আমার
ভালোবাসা সে তো শুধুই ক্রন্দন –
নয় সে তো দুটি মনের বন্ধন
চলে গেলে তবু আছো,
এ ছোট্ট হৃদয় জুড়ে।।
Writer: Bablu Singh
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
Darun….
Lovely..
Bhalo…