শ্রাবনধারার রাত্রি

Views: 121
শ্রাবনধারার রাত্রি:
এক অব্যক্ত বর্ষণমুখর শ্রাবনরাতে,
অস্তিত্বের পারে পারে কারে দেখার তরে?
এসেছ সখা কম্পিত মোর দ্বারে।।
কত না মধুর রাত্রে, প্রচ্ছন্ন পুষ্পের বাসে,
কাছে আসা ভালোবাসা তোমার,
স্পন্দিত করেছে জানি আমার হৃদয়খানি –
অন্তরে বেঁধেছে বড়ো লাজ।।
সহসা বাতাস বহিল প্রতিকূলে,
মেঘের গর্জনে শুন্য প্রাঙ্গণে,
আকাশ কম্পিত, বিদ্যুতের ঝলমলানি তে।।
হটাৎই চমকে উঠি তীব্র বজ্রের গর্জনে,
মুহূর্তেই বক্ষোমাঝে জড়িয়ে ধরে বললে,
“ভয় পাওয়ার কিছু নেই প্রিয় –
আমি তো আছি তোমার কাছে”।।
এ কোন খেলায় করলে নিমন্ত্রণ,
শ্রাবনধারায় পূর্ণ হবে এ মাধবী রাতি।।
— ওগো প্রিয়
https://www.facebook.com/srijoni

What’s your Reaction?
+1
+1
3
+1
1
+1
+1
+1
+1
Valo. Aro lekha chai.
Khub sundor hoacha ❤️🥰