সময়ের কাজ
Views: 17
সকাল ৬টা বাজে,
নয়কো বিছানার মাঝে।
ওঠো ওঠো সোনা,
সময় তোমার গোনা।
৭টার সময় পড়াশোনা,
লেখা লেখি অংক গোনা।
৯টার সময় স্নান করে,
খেয়ে দেয়ে পোষাক পরে।
১০টার সময় বাসটি এলে,
যেতে তখন হবে স্কুলে।
আসতে বাড়িতে হবে ৪টে ,
খেয়ে দেয়ে যাবে তুমি খেলতে।
খেলা শেষে মাঠকে টাটা,
ঘড়ি বলে বাজে সাড়ে ৬টা।
৭টায় হোমওয়ার্ক আরো কত কি,
৯টার সময় দেখো একটুখানি টিভি।
খেয়ে শুতে বাজবে দশটা,
ঘড়ি তোমায় করবে সেলুট
বলবে টাটা।
Writer: Kaberi Ghosh
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1