নোংরা পৃথিবী

Views: 25
(আমি) পৌঁছে গেছি চাঁদে,
বিরাট কর্ম আমার কাঁধে
লাগতে হবে শীঘ্র কাজে
সময় নষ্ট হচ্ছে বড় বাজে।
করতে হবে সুন্দর ফুলের চাষ ,
গড়তে হবে শিশুর যোগ্য বাস
গাইতে হবে ঈশ্বরের গান
পবিত্র হয় যেন মনপ্রাণ।
শক্ত বর্ম দিয়ে
ঘিরতে হবে চারিধারে –
যাতে পৃথিবীর হাওয়া
ঢুকতে নাহি পারে।
ঈশ্বর বলেন, দিলাম আশীর্বাদ,
পূর্ন হোক তোমার মনের সাধ
(তাই) আনন্দেতে নাচতে গিয়ে
পড়লাম ছিটকে মাটিতে
স্বপ্ন ভেঙ্গে দেখি
আছি পড়ে নোংরা পৃথিবীতে।
পৃথিবী আজ হিংসায় ভরা
হিংসায় মত্ত মানুষ
ক্ষমতা আর লোভের বশে
ওড়াচ্ছে রক্তের ফানুষ।
এই নোংরা পৃথিবী ছেড়ে
সুদ্ধ হতে চায় যে প্রাণ
চাঁদের দেশে জোৎস্না আলোকে
করে নিতে চাই স্নান।।
Durdanto. Porchi r comments ar vasa pachi na….
Khub valo laglo
khub sundar
Besh Sundar
Khub sundor..