ফাগুনের রঙ

Views: 86
ফাগুনের রঙ:
বসন্তের রঙে রাঙা সেদিন ফাগুন মাস,
কোকিল কণ্ঠে জানান দেয়
আবির রাঙা তোমার চারিপাশ।
তুমি আসবে বলে
সাজাই রঙের বাহার,
তুমিই আমায় তোমার রঙে
রাঙিয়ে তোলো আবার।
রঙের প্রেমে মেতে ওঠে
দোল ফাগুনের রাই সোহাগী কানু,
কাননের রঙমহলে ফোটে
ওই পিয়ালী ফুলের রেণু।
যখন ঋতুর পর ঋতু আসে
কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে,
পাখির কলতানে মেতে ওঠে এ ভূবন
ঋতুরাজ বসন্তের হয় আগমণ।
নতুন রূপে নতুন সাজে
বাসো যদি ভালো,
তাইতো আজ প্রকৃতি জুড়ে
বসন্ত এসে গেলো।
https://www.facebook.com/srijoni

What’s your Reaction?
+1
1
+1
+1
2
+1
+1
+1
+1