Visits: 90

ভারত বর্ষ:

ভারত মানে রবীন্দ্রনাথ
ভারত মানে নজরুল,
তোমার হাতে তবে বাপু
রয়েছে কেন কুড়ুল!
মাথায় তোমার আগুন জ্বলে,
ভেবে দেখেছ কি,
তোমার ওই আগুনে ঢালছে কারা ঘি?
ভাইয়ে ভাইয়ে দাঙ্গা করো,
মারছো তুমি কাকে,
সে যে তোমার আপন ভাই,
জিজ্ঞেস করো মাকে।
ধর্মে আছেন বিবেকানন্দ,
ধর্মে আছেন কালাম,
এঁদের বাদে আমরা কবে ভারতবাসী হলাম!
ভারতবর্ষ মহান দেশ,
গায় সাম্যের গান,
তোমরা কেন করতে চাইছ
দেশটাকে খান খান!
বৈচিত্রের মাঝে মহান ঐক্য
এই দেশেতেই দেখি,
তোমাদের কাছে এসব শুধু
নিছকই কি মেকি?
আজো আমরা দুটি কুসুম,
একই বৃন্তে থাকি,
ভেসে বেড়াই মেঘ হয়ে,
কিংবা হয়ে পাখি!

-অয়ন চক্রবর্তী

https://www.facebook.com/srijoni

আরো পড়ুন

ভারত বর্ষ
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *