যদি
Views: 79
যদি কোনো দিন বাসতাম তোমায় ভালো
হয়তো পূর্ণ হত আমার আশা গুলো
যদি পারতাম তোমায় বলতে
হয়তো আমায় তোমায় হতনা হারাতে
কোনোদিন যদি যেতাম তোমায় ভুলে
হয়তো আর গন্ধ পেতাম না সুবাসিত সব ফুলে
যদি কোনোদিন আমায় বলতে তুমি
হয়তো নিজেকেই দিয়ে দিতাম আমি
যদি তুমি কিছু চাইতে আমার কাছে
বলতাম, আমার সব চিঠি তোমার কাছেই গেছে
যদি তুমি হারিয়েও ফেলতে আমায়
তবুও আমি ঠিক পৌঁছে যেতাম তোমার ঠিকানায়
যদি তোমারও কিছু থাকতো অপূর্ণতায়
হয়তো তখন তুমি খুঁজে বেড়াতে আমায়
যদি কখনো তুমিও বাসতে আমায় ভালো
হয়তো পূর্ণ হয় যেত আমাদের অপুর্ণতা গুলো
আর এ তো কঠিন বাস্তব নয়, কেবলই কল্পনা
বাস্তবে এ সবই জলের ওপর আলপনা
যদি এমন কল্পনা থাকতো একটু তোমার
হয়তোবা সত্যি হতো এই কল্পনা টি আমার।
-সুজাতা বেরা
https://www.facebook.com/srijoni