বিদায়ী প্রেম

Views: 40
কেন প্রেম এসেছিল এই বঞ্চিত বুকে
যদি না পারি চলিতে
আমরা দুজনে এক সাথে।
কর্মের কথা ভুলে গিয়ে
ব্যাথায় ব্যাথায় শুধু মন ভরালে
কেন প্রেম এসেছিলে এই বঞ্চিত বুকে
যদি চলিতে না পারি
আমরা দুজনে একসাথে
আমি শেষ আমি মৃত অস্থিরতা নেই ছায়াতে
ভুলে যাও আমাকে চিরতরে
দিনের মধ্যে এমন কি রাত্রির গভীরে
ভুলেও এসোনা আমার দুয়ারে
ফিরে যাও প্রেম আমার জীবন হতে
বিচ্ছেদ যেখানে হাতছানি দিয়ে ডাকে
কষ্ট সেখানে হাহাকার করে কাঁদে।
কেন প্রেম এসেছিলে এই বঞ্চিত বুকে
যদি চলিতে না পারি
আমরা দুজনে একসাথে
স্বার্থ যেখানে শুকিয়ে আসে
ভালোবাসা টেকে কি করে
প্রেমের আগুনে জ্বলে গেছে দেহ
কাটে না জীবন টুকু
কেন প্রেম এসেছিল এই বঞ্চিত বুকে
যদি চলিতে না পারি
আমরা দুজনে একসাথে
বিদায় বিদায় প্রেম তোমাকে চিরতরে বিদায় দিলাম
ভুল করে এসেছিলে আমার কাছে
যেখানে হাজার হাজার তরুণ তরুণী
পথ চেয়ে বসে আছে।।
Osadharon……
Khub sundor
awesome insight thank you this typing 😍