রঙে রঙে রঙীন

Views: 140

লাল নীল হলুদের –
কত রঙের মেলা,
রঙের সাথে রং মিলিয়ে
করছো কতই খেলা।
রঙের ওপর রং বসিয়ে
আঁকছো কত ছবি,
রঙের নেশা ঢুকলে মাথায়
বলবে এটাই আমার ‘হবি’।
রঙে রঙে করো তুমি
মনের রঙমশাল,
সবার মনে রঙ মিশিয়ে
হও গো তুমি বিশাল।
রঙ যে আহা
প্রজাপতির পাখায়,
রঙ যে আছে
বনদেবীর মাথায়।
রঙ যে তোমার
শরমে আছে,
রঙ যে তোমার
মরমে আছে।
রঙিন সাজে আছে ধরা
রঙিন আঁচল মেলে,
নয়ন মেলে দেখো তুমি
হৃদয় দুয়ার খুলে।



Writer: Kaberi Ghosh

Photo Credit Photoskart.com

রঙে রঙে রঙীন – ronge rongr rongin, ronye ronye rongin,kaberi, kaberi ghosh, kobita, choto kobita, lal nil holuder

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *