রঙে রঙে রঙীন
Views: 140
লাল নীল হলুদের –
কত রঙের মেলা,
রঙের সাথে রং মিলিয়ে
করছো কতই খেলা।
রঙের ওপর রং বসিয়ে
আঁকছো কত ছবি,
রঙের নেশা ঢুকলে মাথায়
বলবে এটাই আমার ‘হবি’।
রঙে রঙে করো তুমি
মনের রঙমশাল,
সবার মনে রঙ মিশিয়ে
হও গো তুমি বিশাল।
রঙ যে আহা
প্রজাপতির পাখায়,
রঙ যে আছে
বনদেবীর মাথায়।
রঙ যে তোমার
শরমে আছে,
রঙ যে তোমার
মরমে আছে।
রঙিন সাজে আছে ধরা
রঙিন আঁচল মেলে,
নয়ন মেলে দেখো তুমি
হৃদয় দুয়ার খুলে।
Writer: Kaberi Ghosh
Photo Credit Photoskart.com
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1