rajar niti

Visits: 47

রাজার নীতি:

রাজার তৈরি রীতিনীতি
তাকেই বলে রাজনীতি,
আমরা যেসব চুনোপুটি
ভোটের দিনে হয় যে শুধুই ভীমরতি…..!!
বিধানসভা ভাঙচুর করেও
হয় না কোন শাস্তি যে,
বুক বাজিয়ে ঘুরে বেড়ায়
সত্যিই, এটা যে ওদেরই সাজে….!
ন্যানো কারখানা গড়তে গিয়ে
গায়ের জোর ফলায় যে দল,
এ পাপের শেষ নেই যে
আসলে পেশিই যে তাদের সম্বল।।
দিল্লি রোড অবরোধ হেতু
পচে যায় সব শাকসবজি……
ওদের যদি কেউ ধরবে না যে
এখানেই যত রাজনীতির কারসাজি……!!
নন্দীগ্রামের আন্দোলনের ওপর
পুলিশবাবু চালায় গোলাগুলি,
প্রাণ যায়, রক্ত ঝরে…..
শুধু লুকিয়ে থাকে সত্য ঘটনাগুলি…!!
বীরভূমের সেই কুমড়ো পটাশবাবু
ঢাক বাজান চড়াম চড়াম,
পুলিশকে তিনি হুমকি দিলেও
এরা সব কালা হয়ে যায়….
আর থাকে না কোনো লজ্জা শরম।
কেষ্টবাবুর গুড় বাতাসায়
ভরে গেছে সব নকুল দানা,
CBI এর ডাকে অসুস্থ হন
আর, বরণ করে তাকে হাসপাতালখানা।
মন্ত্রী মশাই নিলেন টাকা
দেখা গেল সব স্ট্রিং ক্যামেরায়,
গ্রেপ্তার হলেও ছাড়া পেলেন
ভোটে জিততে হলো না কিছই অন্তরায়।
উর্দিধারীরা সব হাতের পুতুল
ইচ্ছে মত খেলেন কত,
শাসকের লোক কুকর্ম করেও
ঠিক বেঁচে যায় অবিরত।
মানুষ আপনাদের ঘৃণা করে
কিন্তু সামনে দেখায় মুখে হাসি,
ওদের কিছু যায় আসে না
ওরা ভোটে জিতলেই খুশি…!!
দল বদলে আসে টাকা
হয় আদর্শের আদ্যশ্রাদ্ধ,
করের টাকায় হয় ভোট আবার
জনগণ শুধুই ব্যতিব্যস্ত।
চাকরিতে সব কেলেঙ্কারি
হয় নিয়োগ শাসকের ইচ্ছামত,
এটা শৈলের চূড়া হলেও
তদন্তে বেরোবে বিড়াল সময়মতো।
উঠবে সূর্য, আসবে সকাল
দূর হোক এদের এই অদ্ভুত পেশা…
ঈশ্বরের কৃপাধন্য হোক এরা
এটাই হোক আপনার আমার সকলের আশা।

আরো পড়ুন

https://www.facebook.com/srijoni

রাজার নীতি
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *