মানবতা

Views: 14
কৃষ্ণ প্রেমে পাগল যেজন,
রসুল তারেও করেন আপন।
সেযে খ্রিষ্ট প্রভুর আশিষ মাখে,
বুদ্ধ প্রেমেও নয় কৃপণ।
জীবন খানি যাঁহার শুধুই,
মানুষ সেবার উপাদান।
কঠিন হাতে করতে পারেন,
স্বার্থ বুদ্ধি বলিদান।
উৎস মুখে মুখর চলন,
বলন খানা মিষ্টি যাহার।
নাইরে তুলন এমন মানুষ,
প্রনাম সে পায় সবাকার।
Writer: Sutirtha Chakraborty
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
মন ছুঁয়ে গেল…..
Awesome..
Chomotkar!
Bah khub valo……
khub sundar
oshadharon hoyacha
Khub sundor