রাতকানা
Views: 16
সোনা ঝরা দিন
হয়ে আসে ক্ষীণ
ম্লান যে হয় সব আলো।
গাছ ভরা ফুল
নদী বয় কুলকুল
দেখিতে না পাই ভালো।
মুখরিত সব পাখি
করে আহা ডাকাডাকি
শুনিতে পাই যে আমি।
ইতি উতি চাই
দেখিতে নাহি পাই
চোখে অন্ধকার আসে নামী।
সন্ধ্যার শঙ্খ বাজে ঘরে
মা আসি নিয়ে যায় ধরে
এলো মেলো পায়ে চলি যে কিভাবে।
মার আঁখি জলে ভাসে
হায় নিজের কপালেরে দোষে
রাতকানা হই ভিটামিন 'A' র অভাবে।
Writer: Kaberi Ghosh
Photo Credit Photoskart.com
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Nice kobita… completely scientific.
Very good 👍👌